Disneyland 1972 Love the old s
Title: Tomar Chaya
Band: Blue Jeans
Album: Bondhu
কখনো কি দেখেছো নীল সাগর আমার হাত ধরে
তুমি ভেসেছো নীলে
কখনো কি ভেবেছো এই আকাশ মিশে সাগরে গোধূলিরও অতলে
তুমি এঁকেছো এ ছবি আমার এই মনে তোমার মেশানো রং দিয়ে
এখনো আমি দাঁড়িয়ে সূর্যাস্তের আড়ালে খুঁজে যাই তোমার অস্তিত্বের ছায়াকে
এখনো আমি দাঁড়িয়ে সূর্যাস্তের আড়ালে খুঁজে যাই তোমার অস্তিত্বের ছায়াকে
ভুলে যাওয়া সুর আজ ফিরে যায় তোমার আঙ্গিনায় কেন ডুবে যায়
কল্পনা সবই যে উড়ে যায় সময়ের এই ভেলায় কোন এক অজানায়
তুমি এঁকেছো এ ছবি আমার এই মনে তোমার মেশানো রং দিয়ে
এখনো আমি দাঁড়িয়ে সূর্যাস্তের আড়ালে খুঁজে যাই তোমার অস্তিত্বের ছায়াকে
এখনো আমি দাঁড়িয়ে সূর্যাস্তের আড়ালে খুঁজে যাই তোমার অস্তিত্বের ছায়াকে
এখনো আমি দাঁড়িয়ে সূর্যাস্তের আড়ালে খুঁজে যাই তোমার অস্তিত্বের ছায়াকে
এখনো আমি দাঁড়িয়ে সূর্যাস্তের আড়ালে খুঁজে যাই তোমার অস্তিত্বের ছায়াকে
এখনো আমি দাঁড়িয়ে সূর্যাস্তের আড়ালে খুঁজে যাই তোমার অস্তিত্বের ছায়াকে