সুইটি তুমি আর কেঁদোনা
অভিমান করোনা
দূরে দূরে থেকোনা
ঘুম আসেনা, ঘুম আসেনা
নারে না ঘুম আসেনা
তুমি আমি
এ তরীর হাল ধরেছি
পারি দেব মোরা বহু দূর
পথে বাঁধা কত পাহারও মরু
তবু তুমি ভেঙ্গে পরোনা..
আমি হাঁটি
কোনো পথ না মারানো পথে
কন্ঠে কত গান, কত সুর
তুমি আছ
শত মাইল পথ জুড়ে
একাকী বেদনা সয়না…