Ring ring
Title: Sweetie
Band: Ark
Album: Tajmohol

সুইটি তুমি আর কেঁদোনা
অভিমান করোনা
দূরে দূরে থেকোনা
ঘুম আসেনা, ঘুম আসেনা
নারে না ঘুম আসেনা
তুমি আমি
এ তরীর হাল ধরেছি
পারি দেব মোরা বহু দূর
পথে বাঁধা কত পাহারও মরু
তবু তুমি ভেঙ্গে পরোনা..
আমি হাঁটি
কোনো পথ না মারানো পথে
কন্ঠে কত গান, কত সুর
তুমি আছ
শত মাইল পথ জুড়ে
একাকী বেদনা সয়না…