XtGem Forum catalog
Title: Shongbidhaner Biday
Band: Minerva
Album: Biday Shongbidhan
আমাদের আকাশে
আবারো মৃত কোন মুখের ছায়াতে
ভেসে উঠে কোন ঘৃনার সুর
যা দেখি অস্পষ্ট
ফিরে তাকাই
সবাই বাঁধা পেরিয়ে
আজ সমাজ এই অন্ধকারের রুদ্ধপথে
শেষ, বিদ্বেষ হোক আমাদের এই আহ্বানে
আজ বিদায় হোক অসম সব বিধানের
না, আর না, শিকল এই সংবিধানে
সংর্ষের শংস্পর্ষেও জেগে একা সে
এই অন্ধকারের মৃত্যুকুপ কে ভেঙ্গে
আজ জেগে উঠে
শিহরণে একাকী বিবেকের রুগ্নতা
মৃত দেয়ালে শুধুই ঘৃনার দাগ
ক্রমাগত মিছিলে দেখি শুন্যতা
ক্ষীণ আঁধারে শুধুই মিথ্যাচার
ক্ষীণ আঁধারে, সব বাঁধা পেরিয়ে