Title: Rongin Fereshta
Band: Meghdol
Album: Shohorbondi

মন গেছে মেঘের বাড়িতে
আকাশ দিয়েছে ডুব
মাতাল তারা রাতের সাথে
হেসেই হবে খুন..
আমার সারা গায়ে
তোমার শহরের ধূলো মেখে
চলছি বিপুল অন্ধকারে..
একি রাস্তায় একি পৃথিবীর জলে
জলছি বিপুল অন্ধকারে
মন গেছে মেঘের বাড়িতে
আকাশ দিয়েছে ডুব
মাতাল তারা রাতের সাথে
হেসেই হবে খুন
শহরের কাছে রেখেছি জমা
ময়লা জামার দাগ
রঙ্গীন ফেরেশতা উড়ে বসে ভাবনায়
চাঁদের ব্লেডে যাচ্ছে কেটে মুহুর্তু মুহুর্তু
রঙ্গীন ফেরেশতা উড়ে বসে ভাবনায়
একি রাস্তায় একি পৃথিবীর জলে
জলছি বিপুল অন্ধকারে
মন গেছে মেঘের বাড়িতে
আকাশ দিয়েছে ডুব
মাতাল তারা রাতের সাথে
হেসেই হবে খুন...

Polaroid