Polaroid
Title: Roder Fota
Band: Meghdol
Album: Shohorbondi

শূন্যতায় ভেসে গেছে
শহরের সব পথঘাট
ফিরবেনা গতকাল জানি
ফিরবেনা আগামিকাল।
তবু চাইছি তোমাকেই
তুলে নিতে অঞ্জলিতে
রোদের ফোঁটা
শোন কবি, শোন কবিতা
ভাঙো দীর্ঘ মূর্ছনা
রাখো এইখানে হাতটুকু
তবু চলে যেতে বোলোনা
শূন্যতায় ঢেকে গেছে
শহরের বাকি ইতিহাস
ফিরবোনা তুমি আর আমি
ফিরবোনা হয়ত আবার
তবু চাইছি তোমাকেই
তুলে নিতে অঞ্জলিতে
রোদের ফোঁটা
শূন্যতার শোকসভা
শূন্যতার যত গান
দিলাম তোমার মুকুটে
আমার যত অভিমান...