Title: Muthophone
Band: Meghdol
Album: Shohorbondi
করতলে চিহ্ন মেঘের স্বর
লোকাল বাসে বাড়ি ফেরা প্রিয় মুখ
হৃদয়ের কাছে ব্যর্থ মুঠোফোন
দিন রাত্রি গুনগুন
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যত..
তোমার আমার যৌথ ডানা আর আকাশ..
আর কিছু অবিনাশী গান
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যত..
পলিথিনমোড়া আকাশ দিয়েছে ডুব
তোমরা রয়েছো যার যার জানালায়..
তোমার আমার যৌথ শামুকবাস
আর কিছু অবিনাশী গান
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যত…