Title: Mrittur Shesh Choy
Band: Minerva
Album: Biday Shongbidhan
আজ সময় আঁধার কালোতে
জীবনের মৃত পথে
সময়ের কাটা ভেঙ্গে
ধ্বংস হয় এ অস্তিত্ব
অস্থিরতা যাচ্ছে না ছেড়ে
মুহুর্ত দেখে হাসে
ধ্বংস আমি এই পথে
জীবনের শেষে
জীবনের অস্তিত্ব ধ্বংস করে
মৃত্যু আমায় কাছে টানে
আকাশের নীল রেখাও আজ
কালো হয়ে আমায় ডাকে
সংকল্প আসছে থেমে আজ
পরাধীন এই সময়ে
হৃদপিন্ডে উঠছে ঝড় আজ
স্বপ্ন গ্রাস পরে রয় সে
হাহাকার এই মৃত এই মনে যা
নিশ্বাস হয়ে বেরিয়ে যাবে আর
উন্মাদ সেই আর্তনাদ
তলিয়ে যাবে এক নিমিষে
আমার প্রার্থনা মৃত মানুষের
সংগ্রামের আর্তনাদ গহীনে
নিরবতাও আজ এই অস্থিরতায় ভেঙ্গে যায়
ঘনে আসা সমাধির সময়
আমার প্রার্থনা মৃত মানুষের
সংগ্রামের আর্তনাদ গহীনে
নীরবতাও আজ এই অস্থিরতায় ভেঙ্গে যায়
এই আমার মৃত্যুর শেষ ছয়

80s toys - Atari. I still have