The Soda Pop
Title: Megh
Band: Meghdol
Album: Droher Montre Bhalobasha

আমি হেটে যাই মেঘের কাছে
আমি হেটে যাই
হেটে যাই
প্রশ্বাসে ছুঁয়েছি আকাশ
দুঃখ ছুঁয়ে যায় বাতাসে বাতাসে
আমি হেটে যাই
আমার সকল পাপ ক্ষমা করে দিও তুমি মেঘ
ভালোবাসা হয়ো তুমি পরজনমে
ভালোবাসা হয়ো তুমি পরজনমে
বুকের আকাশ খুলে দাঁড়িয়েছি শুন্যে
সকল শুন্যতা দুচোখে নিয়ে
আমি হেটে যাই
মেঘের কাছে
হেটে যাই
হেটে যাই মেঘের কাছে...