Title: Dhongshoprapto Jatishotta
Band: Minerva
Album: Biday Shongbidhan
এখানে আঁধার, আরো নিকষ আঁধার
তোমার পাশে বসে, নিহত সে
এ কাঁটাতারে
কত প্রশ্ন, কত অনিশ্চয়তা
কাঁটাতার পেরিয়ে বি এস এফ এর বুলেটে
আবারো আমরা হারাই
অন্ধকার খুঁজে পাই
এখনো আঁধার, এখনো অন্ধকার
এখনো নীরবতা, কেন আমাদের মাঝে
আবারো আমরা হারাই
অন্ধকারই খুঁজে পাই
এখানে আঁধার, আরো নিকষ আঁধার
তোমার পাশে বসে, আবার এসে যায় মিশে
আবারো আমরা হারাই
অন্ধকারই খুঁজে পাই
আবারো রাত্রি গাড় হয়
আবারো সব মিশে যায়