অনাবৃত কলঙ্ক আবার আমাদের ছুতে চায়
সভ্যতা আমাদের কে দেখে ঘৃনায় মুখ লুকায়
ওদের নীরবতা দেখি আড়ালে অট্টহাসি দেয়
সংক্রামক হাসি দেখি উদগিরণে ভরে যায়
এ আমাদের ঘোষনা, আমরা তোদের চু* না
তোদের অসংলগ্নতা আমাদের ছোঁবে না
আরো বিকট কামনা, পরিণত কামনা
নিভৃত স্বপ্ন ভেঙ্গে যাক, নগ্ন হয়ে পড়ে থাক
এ আমাদের আহ্বান
তোদের মিথ্যে আশা, ভালোবাসা ধ্বংস হয়ে যাক
তোদের ভ্রান্ত আকাশের সূর্য আজ ডুবে যাক
তোদের বিভৎসতা, অক্ষমতা, অসংলগ্নতা
একদিন হয়ে দাড়াবে তোদের বিষন্নতা
সব নষ্ট আবিষ্কারের ভাষা এনে দেই
তবু এখন এগিয়ে সম্ভাবনা
আর প্রতিহিংসা, বিদ্বেষতা, প্রতিকুলতায়
এই আঁধার ছেড়ে আলোর পথে এগিয়ে যাওয়া
আমাদের এই বিস্তৃত সভ্যতা ক্রমাগত
আজ তোদেরই অগোচরে
পরাহত অসারতা আজ নিহত
হয়ে পড়ে থাকে অনাহারে
আমাদের বিস্তৃত সভ্যতা আজও তোদেরই অগোচরে
পরাহত অসারতা আজ নিহত হয়ে পড়ে থাকে অনাহারে
এ আমাদের আহ্বান
নিস্তব্ধ নিভৃত আমাদের প্রার্থনা
অনিদ্রায়, অনিচ্ছায় জর্জরিত তোরা
বিবেকে বিস্তৃত আমাদের আর্তনাদ
ঘৃনিত পীড়িত তোদের হাহাকার
তোমাদের আলোতে আজ আমরা এখানে
আমাদের মিছিলে জাগ্রত স্বর তোমরা
আমাদের এ আলোতে আলোকিত তোমরা
তোমাদের মিছিলে জেগে উঠি আজ আমরা